বাংলাদেশ

কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও এক আন্তর্জাতিক সম্মান অর্জন করলেন। কুয়েত সফরে গিয়ে তাঁকে ভূষিত করা হয়েছে কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’-এ। এটি মোদির ২০তম আন্তর্জাতিক সম্মান। এই বিশেষ পুরস্কার সাধারণত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়, যা দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব প্রকাশ করে। এর আগে বিল ক্লিন্টন এবং জর্জ বুশের মতো নেতারাও এই সম্মান পেয়েছেন।

দুদিনের সফরে শনিবার কুয়েতে পৌঁছান মোদি। সেখানে রাজকীয় অভ্যর্থনা পান তিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বায়ান প্রাসাদে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর কুয়েতের রাজপরিবারের সঙ্গে বৈঠকের আগে ভারত-কুয়েত বন্ধুত্বের প্রতীক হিসেবে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনেই কুয়েতে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানে ‘হালা মোদি’ নামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মাত্র দুই ঘণ্টা হলো এখানে এসেছি। এই সময়ে যেভাবে আমাকে আপন করে নেওয়া হয়েছে, তা আমাকে অভিভূত করেছে। মনে হচ্ছে, এখানে ছোট ভারতবর্ষ উপস্থিত।”

প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময় পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফর করলেন। ৪৩ বছর আগে ইন্দিরা গান্ধী কুয়েত সফর করেছিলেন।

এই সম্মান ও সফরের মাধ্যমে ভারত ও কুয়েতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button