বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস ভিনসন রোববার দক্ষিণ কোরিয়ার বন্দরে ভিড়েছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে রণতরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুসানে নোঙর করে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। খবর রয়টার্স

নৌবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ও সিউলের সামরিক জোটের প্রস্তুতি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সফর করা হয়েছে।

পারমাণবিক শক্তিচালিত এই নৌযান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ১-এর অন্তর্গত।

এর সঙ্গে যুক্ত হয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত হানা ক্রুজার ক্ষেপণাস্ত্র ইউএসএস প্রিন্সটন এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস স্টেরেট। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন গত মাসে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তত্ত্বাবধান করেন।

পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button