প্রবাস কণ্ঠে সংবাদ প্রকাশ: জামায়াতকে নিয়ে নিউজ প্রকাশে ‘যা’ করল বাংলা ট্রিবিউন

ডেস্ক রিপোর্ট: ফের ষড়যন্ত্রে মেতেছে বাংলা ট্রিবিউন শিরোনামে গত ১৩ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে প্রবাস কণ্ঠে। যেই প্রতিবেদনে দেখানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে উদ্দেশ্যমূলক শব্দের অপব্যবহারের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা ও তার মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লেগেছে আওয়ামীলীগ নেতা কাজী নাবিল আহমেদের মালিকানাধীন গ্রুপের দুট পত্রিকা বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন।
সংবাদটি প্রকাশের পর থেকে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শব্দচয়নে পরিবর্তন আনা হইছে।
দেক্ষা যায় বাংলা ট্রিবিউনে জামায়াতকে নিয়ে ৫টি সংবাদ প্রকাশিত হয়েছে যার কোনোটিতেই উদ্দেশ্যমূলক শব্দেগুচ্ছের ব্যবহার করেনি। ৫টি নিউজের ভেতর একটি নিউজের শেষে তারা লিখেছে ‘প্রসঙ্গত, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী’। বাকী চারটিতে পুরো নিউজের কোথাও এধরনের শব্দগুচ্ছ ব্যবহার করেনি।