বাংলাদেশ

‘সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে’

অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এই সরকার আওয়ামী বাকশালীদের হাত থেকে একটি বিধ্বস্ত দেশ পেয়েছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন সংস্কারসহ দেশের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সময় প্রয়োজন। এই সময় দিতে দেশের মানুষ প্রস্তুত রয়েছে।

রোববার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলার ১৫ জন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান দেন জামায়াতের আমীর। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে, এটা আমি নিজ থেকে করি নাই, অমুকের হুকুমে করেছি। যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো-গাছটা এদিকে দুলছে, ওদিকে গাছের পাতা নড়ছে, শেখ হাসিনা দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তাহলে তো আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে, আমরা বানাইনি।

শেখ হাসিনার উদ্দেশে জামায়াতের আমীর বলেন, আপনি বলেছিলেন- বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আপনার কথা যদি সত্যি হতো তাহলে ১৫ বছরের মাথায় আপনাদের এভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। আর দীর্ঘদিন যাবৎ সমাজে ন্যায় বিচার ও ইনসাফ বলে কিছু না।

আরো সংবাদ
  • c
    C
  • c
    C

দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। জামায়াত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এ দেশ আমাদের সবার। সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে একটি সুন্দর দেশ আমরা গড়ে তুলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button