বাংলাদেশ

অর্থ উপদেষ্টা: মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।”

তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে জানতে চাইলে তিনি বলেন, “মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে দিয়েছে ঘোষণা, আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপরে সিদ্ধান্ত নেব—দেব কি দেব না। তারপর ঘোষণা দেব।”

সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে?সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে?

অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব গেছে কি, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা তো এখনও ঘোষণা দেইনি। আমিতো এখনও সিদ্ধান্ত নিইনি।”

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আজ ক্রয় কমিটির বৈঠক হয়েছে। যেমন, চাল, চিনি, মসুর ডাল ইত্যাদি। রোজার আগে থেকে শুরু করে রোজা শেষ হওয়া পর্যন্ত এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। সেই সঙ্গে বাজারের পর্যবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম চলবে। সারের বিষয়েও আলাপ হয়েছে।”

The post অর্থ উপদেষ্টা: মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.

সূত্র: dailycampuslive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button