বাংলাদেশ

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী শাকিলা, পাত্র কে?

বিনোদন ডেস্ক : মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন বিয়ে করেছেন। রোববার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

শাকিলার বর আরবিন খান সোহান, যিনি বাংলাদেশ বিমানে কর্মরত। শাকিলা জানান, সোহানের সঙ্গে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক ছিল, যা পরিবারের সদস্যরা জানতেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুই পরিবার বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা করেন। ওইদিন বাগদানের কথা ছিল, কিন্তু সন্ধ্যায় তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

শাকিলা ৮ বছর আগে আরবিনের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তবে শাকিলা এই সম্পর্ককে প্রেম বলতে চান না।

প্রসঙ্গত, ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শাকিলা। পরের বছরই ছোটপর্দায় দেখা যায়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেছেন।

শাকিলা পারভীনকে ‘বিয়ে বাড়ির রং ঢং’, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। এছাড়া ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’সহ বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button