১ বছরেই ১৫ কোটি Smartphone বিক্রি, সেরা ১০টি Mobile Brand এর তালিকা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোন বাজারে পরিণত হয়েছে। গত বছর বিভিন্ন টেক ব্র্যান্ড ভারতের বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করলেও, কিছু ফোন দারুণ সফল হয়েছে, আবার কিছু ফোন প্রত্যাশিত ফলাফল পায়নি।
২০২৪ সালে ভারতের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের পরিসংখ্যান প্রকাশ করেছে জনপ্রিয় রিসার্চ প্রতিষ্ঠান IDC। চলুন দেখে নেওয়া যাক, ভারতের বাজারে কোন ব্র্যান্ডটি সেরা এবং কোনটি পিছিয়ে গেছে।
ভারতের শীর্ষ ১০ মোবাইল ব্র্যান্ড: ২০২৪ সালে Vivo ভারতের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে, এবং তার পরেই রয়েছে Samsung ও OPPO। Xiaomi ও realme যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। Apple, যেটি কম সংখ্যক স্মার্টফোন লঞ্চ করলেও, এই তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে। বাকি স্থানগুলো দখল করেছে Motorola, Poco, OnePlus, এবং iQOO।
কার লাভ, কার লোকসান? এটা অবশ্যই মনে রাখতে হবে যে, তালিকার ভালো স্থানে থাকা মানেই কোম্পানির ব্যবসা উন্নতি করেছে এমন নয়। উদাহরণস্বরূপ, Samsung দ্বিতীয় স্থানে থাকলেও, তাদের বাজার শেয়ার ২০২৩ সালের তুলনায় ১৯.৪% কমেছে। একইভাবে, OnePlus ২০২৪ সালে ৩২.৬% লোকসান বয়েছে। তবে, OPPO এবং Apple ভালো পারফর্ম করেছে এবং তাদের বাজার শেয়ার যথাক্রমে ১০.৪% থেকে বেড়ে ১২.০% এবং ৬.৪% থেকে বেড়ে ৮.২% হয়েছে।
Oppo Reno 13 Series: প্রথমবারের মতো পানির নিচে ফটোগ্রাফির সুবিধা!
ভারতে স্মার্টফোন বিক্রি: IDC রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে ভারতে ১৫১ মিলিয়ন স্মার্টফোন বিক্রি হয়েছে, যার মধ্যে ১২০ মিলিয়ন ছিল 5G স্মার্টফোন। এর পাশাপাশি, ভারতে 54 মিলিয়ন ফিচার ফোন বিক্রি হয়েছে, যেখানে Transsion, Nokia, এবং Lava ব্র্যান্ডের ফোনের চাহিদা সবচেয়ে বেশি ছিল।
সোর্স: জুম বাংলা