বাংলাদেশ

জুলাই-আগস্ট মাসে নির্বাচন সম্ভব : ফখরুল

জুমবাংলা ডেস্ক : চলতি বছরের মাঝামাঝি তথা জুলাই-আগস্ট মাসে নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সময়ের কথা জানান তিনি।

গতকাল সোমবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশবৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘সভা মনে করে, যেহেতু নির্বাচন কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে, সেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ নেই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন উঠে না। ২০২৫ সালের জুলাই মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সভা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসার আহ্বান জানান।’

চলতি বছরেই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button