সাত বছর পর জাহাঙ্গীরকে খুঁজে পেলেন পরিবার

দীর্ঘ ৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে তার আপন ঠিকানা খুঁজে পেয়েছেন জাহাঙ্গীর হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধী। বুধবার বিকালে মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও খাসমহল বিজিবির সদস্যরা প্রতিবন্ধী জাহাঙ্গীরকে তার স্বজনদের হাতে তুলে দেয়। জাহাঙ্গীর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার নিলাম্বরপট্টি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে। ৭ বছর পর আপনজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। হারিয়ে যাওয়া ছোট ভাইকে কাছে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়েছেন জাহাঙ্গীরের বড় ভাই আব্দুর রহমান।
আব্দুর রহমান বলেন, ৭ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যায় জাহাঙ্গীর। পরে মা-বাবা ও আত্মীয়-স্বজনরা তাকে অনেক খোঁজাখুজি করেছে। অবশেষে মহান আল্লাহর দয়ায় ও বিজিবি এবং পুলিশের সহযোগিতায় আমার ভাইকে ফিরে পেলাম। তিনি জানান, জাহাঙ্গীরের বয়স এখন ৩৫ বছর। ৭ বছর আগে হারিয়ে যাওয়ার পর সবকিছু ভুলে গেলেও রক্তের বাধন কখনো ছিন্ন হয়নি। স্বজনদের দেখামাত্রই চিনতে পেরেছে।
এদিকে, স্থানীয়দের ধারণা, জাহাঙ্গীর হয়তো বাংলাদেশের কোনো জেলায় বা ভারতের কোনো প্রদেশে হারিয়ে ছিল।
৪৭ বিজিবির মেহেরপুরের গাংনীর খাসমহল বিওপি ক্যাম্প কমান্ডার শাহাবুদ্দীন জানান, গত ১১ই আগস্ট দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৮ এর ৪ এস নিকট সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির একটি টহলদল জাহাঙ্গীরকে আটক করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, প্রথমে তাকে জেল পলাতক কোনো আসামি মনে হয়েছিল। পরে তার দেয়া তথ্য নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই থানা পুলিশ এলাকায় গিয়ে বিস্তারিত শুনে ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নিশ্চিত হয় যে, তিনি একজন মানসিক প্রতিবন্ধী। পরে স্বজনদের হাতে জাহাঙ্গীরকে তুলে দেয়া হয়।