বাংলাদেশ

শেখ হাসিনার আ. লীগ আর চাই না, কারা*গার থেকে ফারুক খানের স্ট্যা*টাস

ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।কারাগার থেকে তিনি বলেছেন, শেখ হাসিনার জন্যই আজ তাদের এই অবস্থা। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়।’

স্ট্যাটাসে তিনি বলেন, ‘অনেক কিছু বলতে চাই, কিনতু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃ্ত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতিত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবেনা। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

তবে জেল থেকে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পোস্টের কমেন্টে অনেকে এমন প্রশ্ন তুলছেন। কেউ কেউ বলছেন, আইডি সম্ভবত হ্যাক হয়েছে।

গত ১৪ অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে র‍্যাব গ্রেপ্তার করে। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

র‍্যাব ফারুক খানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর আসে।

The post শেখ হাসিনার আ. লীগ আর চাই না, কারা*গার থেকে ফারুক খানের স্ট্যা*টাস appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.

সূত্র: dailycampuslive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button