বাংলাদেশ

বলিউডে পা রাখতে যাচ্ছেন রাভিনা কন্যা রাশা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির রাশা থাদানি ও রণবীর নামে এক কন্যা-পুত্র সন্তান রয়েছে। তা ছাড়াও তার আরো দুটি পালক কন্যা রয়েছে। পদ্মশ্রী জয়ী রাভিনার কন্যা রাশা বলিউডে পা রাখতে যাচ্ছেন।

২০০৫ সালে ১৬ মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রাশা থাদানি। মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে প্রাথমিক, কেমব্রিজ থেকে আইজিসিএসই (ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এগজামিনেশন) পরীক্ষায় পাস করে এই তারকা সন্তান।

রাবিনা ট্যান্ডনের কন্যার আসল নাম রাশা নয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাশাবিশাখা। ‘রাশা’ শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং ‘বিশাখা’ শব্দের অর্থ শিব।

পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি রাশার আগ্রহ রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন মিউজিক কনসার্টেও দেখা যায় তাকে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন রাশা। গানও গাইতে পারেন ১৯ বছরের রাশা। সংগীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশা তার দাদু রবি ট্যান্ডনকে দিয়েছেন।

‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশার। গত ৬ জানুয়ারি বড় আয়োজন করে মুক্তি দেওয়া হয় সিনেমাটির ট্রেইলার। ট্রেইলারে নজর কেড়েছেন তারকা–কন্যা রাশা থাদানি। তারপর থেকে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

‘আজাদ’ সিনেমা পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এ প্রসঙ্গে রাশা থাদানি বলেন, “সিনেমাটি আমার কাছে খুবই স্পেশাল। কারণ এটি আমার প্রথম প্রজেক্ট। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য অভিষেক স্যারের কাছে কৃতজ্ঞ।”

‘আজাদ’ সিনেমায় রাশার সঙ্গে বলিউডে অভিষেক হতে যাচ্ছে অজয় দেবগনের ভাগনে আমান দেবগনের। তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, ডায়ানা পেন্টি প্রমুখ। আগামী ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button