বাংলাদেশ

পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম নিয়ে সুখবর

জুমবাংলা ডেস্ক : ৩ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেল না থাকলেও খোলা তেলের ভালো সরবরাহ রয়েছে। এতে করে কমতে শুরু করেছে দাম। বর্তমানে লিটার প্রতি ৫ টাকা কমে ১৭০ টাকা বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে সয়াবিন তেল ও পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, রমজান মাসে তেল ও পেঁয়াজের চাহিদা বেশি। চলতি বছর পেঁয়াজের দাম অনেকটাই কম, তবে সয়াবিনের বোতল পাওয়া না গেলেও খোলা তেলের দাম কিছুটা কমেছে। বর্তমানে ১৭০ টাকা দরে হিসেবে ৫ লিটার কিনলাম। সেই সঙ্গে ৫ কেজি পেঁয়াজও কিনলাম।

তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম যদি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে থাকতো তাহলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেকটাই সুবিধা হতো।

হিলি বাজারের বিক্রেতা নূরুজ্জামান হোসেন বলেন, কয়েক দিনের তুলনায় হিলির বাজারে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। লিটার প্রতি ৫ টাকা কমে বর্তমানে ১৭০ টাকা বিক্রি হচ্ছে। কোম্পানীগুলো বোতল জাত সয়াবিন না দিলেও খোলা তেলের প্রচুর সরবরাহ রয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের চেয়ে ক্রেতাও বেড়েছে।

বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে দেশের বাজারে প্রচুর পরিমাণ দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। এতে করে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। দেশি পেঁয়াজ প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়াতে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আশা করা যাচ্ছে রমজান মাসে পেঁয়াজের দাম আর বৃদ্ধি পাবে না।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button