বাংলাদেশ

Royal Enfield-এর নতুন ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি’

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড নতুন ইলেকট্রিক ভেহিকলের (ইভি) দুনিয়ায় প্রবেশ করছে। এবার আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি’। এতে দীর্ঘ ১২৩ বছরের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল রয়্যাল এনফিল্ড।

জানা গেছে, এই ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল ‘এফএফ-সি৬’ বাজারে আসবে ২০২৬ সাল নাগাদ। এটি মূলত ক্লাসিক ফ্লাইং ফ্লি মডেলের আধুনিক সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে।

ইতালির এক মোটর শোতে প্রথম এই ই-বাইক প্রকাশ্যে আনে এনফিল্ড।

কবে থেকে কেনার সুযোগ আছে?

খুব শিগগিরই ভারতের বাজারে ‘ফ্লাইং ফ্লি’ চালু করবে রয়্যাল এনফিল্ড। মনে করা হচ্ছে এই ই-বাইকের দাম শুরু হতে পারে ২.৫০ লাখ রুপিতে। তামিলনাড়ুর ভালাম ভাদাগালে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ইভি কারখানায় এটি তৈরি করা হবে।

ব্যাটারি ও পারফর্মেন্স

‘ফ্লাইং ফ্লি’ এর স্পেসিফিকেশনের বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনও তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে এই ইলেকট্রিক মোটরসাইকেলে ২৫০-৩০০ সিসি আইসিই বাইকের মতো শক্তি থাকতে পারে। এর সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক এবং ১৯ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এর পেছনের চাকা চেইন ড্রাইভের মাধ্যমে চালিত হয়।

মোটরসাইকেল সাইড স্ট্যান্ডে রেখে বাইকের ক্ষতি করছেন না তো!

এছাড়া রেট্রো-রোডস্টার ডিজাইন দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্লাইং ফ্লি মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত এই বাইকের ডিজাইন। বাইকে এলইডি হেডলাইটের সঙ্গে গোল এলইডি ইন্ডিকেটর দেওয়া হতে পারে। সিঙ্গেল পিস সিট এই বাইকে দেওয়া হয়েছে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button