বাংলাদেশ

প্রেসিডেন্ট হয়েও যে সাজা পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাজা দিয়েছেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট তিনিই। যিনি কোনো অপরাধের জন্য সাজা পেলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্ন তারকাকে ঘুস দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় ট্রাম্পকে ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ নামে সাজা দিয়েছেন দেশটির আদালত। এই সাজায় ট্রাম্পকে কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না। তবে তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।

এতে আরও বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার একদিন পরে বিচারক জুয়ান মার্চান এই সিদ্ধান্ত জানালেন।

প্রসঙ্গত, পর্নতারকা স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন।

এরপর ২০২৩ সালের মে মাসে পর্ন তারকা ডানিয়েলস স্টর্মিকে ঘুস দেওয়ায় দোষী সাব্যস্ত হন ২০১৭ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ট্রাম্প। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে তার আবেদন করার পরিকল্পনা রয়েছে।

পর্ন তারকাকে ঘুষের মামলায় নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button