বাঁধের গেট খুলে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে ভারত, একই সাথে ভারতীয় মিডিয়া মেতে উঠেছে নির্লজ্জ হাস্যরসে। ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘন্টার একটি ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…‘
পোস্টটির নিচে চলছে সমালোচনার ঝড়। মোহাম্মদ ওমর গণি লিখেন, বাঁধ তৈরী করে এবং যখন ইচ্ছে তখন খুলে বাংলাদেশর যে ক্ষতি করেছে এটা বাংলাদেশ কখনো ভুলবে না।
এই জেনারেশন বড় হচ্ছে।
Dr. Orakatul Jannat বলেছেন, আমরা প্রাকৃতিক আর আপনাদের সৃষ্ট দূর্যোগের মাঝেই সংগ্রাম করে টিকে আছি। তবে মাঝরাতে মানুষ যখন ঘুমে তখন পূর্ব সতর্কতা ছাড়া বাধ খুলে দেয়াটা চরম অমানবিক। আমাদেরও ধৈর্যের বাধ আছে, ওটা ভেঙ্গে গেলে তো মুশকিল। আপনাদের একদিকে চীন, একদিকে পাকিস্তান আর সবচেয়ে লম্বা সীমান্ত বাংলাদেশের সাথে, এটা ভুলে গেলে চলবে?
বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আপনাদের নিজেদের জন্যেই দরকার কারন নেপাল-ভুটানের সাথেও আগের সেই সুসম্পর্ক নেই। ভেতরে রয়েছে অ’শান্ত কাশ্মীর আর অস্থির সেভেন সিস্টার। প্রতিবেশীর সাথে খুব বেশী অশান্তি করলে প্রতিবেশীরা কি খুব ভদ্র হয়ে থাকবে?
আর পানি, সেটা তো প্রতি বছরই সবগুলো বাধ খুলে দিয়ে বর্ষা মৌসুমে ছাড়েন, এ আর নতুন কি? তবে মাঝে মাঝে সেই আটকানো পানি কিন্তু আপনাদেরকেও ভাসিয়ে নিয়ে যায়। দুনিয়া কিন্তু গোল, অন্যা’য়, অবি’চার সবই কিন্তু ফিরে আসে।
Arif R Hossain লিখেছেন, দাদা, যে বাঁধই ভাংগো… দোয়া করো যেন আমাদের ধৈর্যের বাঁধ না ভাংগে।
MD Emon বলেছেন, এখন বুজলাম ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্ক কেন এতো খারাপ।
Rahat Ronel বলেছেন, বন্ধুরাষ্ট্রের এই দৃষ্টান্ত আমরা মনে রাখবো। চিকেন নেকের কথা ভুইলেন না প্লিজ। সবকিছু মনে রাখা হবে।
Ashraf Alam Qasmi Nadwi লিখেন, এই বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত তার কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দিলো।
Md Kausar Sorder বলেছেন, এটাই তো আমরা বারবার বলে এসেছি, ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও হবে না ! ভারত আমাদের সব থেকে বড় শত্রু !