বাংলাদেশ

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য প্রাণ-রক্ষাকারী আবহাওয়া পূর্বাভাস

২০২৩ সালের মতো বন্যার পানিতে ভেসে যাওয়া ও ২০১৭ সালের মতো ভয়ংকর প্রান-ঘাতি ভূমিধ্বসের আশংকা করা যচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের।

বৃষ্টি ধীরে-ধীরে কুমিল্লা, ফেনী ও ত্রিপুরা রাজ্যের দিক থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। তবে কুমিল্লা ও ফেনী জেলার উপর কমপক্ষে আরও ৬ থেকে ১২ ঘন্টার বৃষ্টি অব্যহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৫ টার পর থেকে শুরু করে সারাদিন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা প্রায় ১০০%। এই রকম ভারি বৃষ্টি কমপক্ষে ৬ থেকে ১২ ঘন্টা চলার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সাঙ্গু, কর্ণফুলী, হালদার, নাফ, ইছামতী, মাতামুহুরি সহ সকল নদীর উপকূল-বর্তী সকল বাড়ি-ঘড়ের মানুষের সূর্য উঠার সাথে-সাথে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। নদীর উপকূলের দোকান-পাটের মালামাল দ্রুত সরিয়ে নিতে হবে। ২০২৩ সালের মতো পাহাড়ি ঢলের প্রবল আশংকা করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ব্যাপক পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। ২০১৭ সালের মতো ভয়ংকর প্রান-ঘাতি ভূমিধ্বসের আশংকা করা যচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। খাড়া পাহাড়ের উপরে কিংবা কেটে ফেলা পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে আজ দুপুরের পূর্বে। পাহাড় ধ্বসের কারণে ১ টা মানুষের মৃত্যু যেন না হয়।

Mostofa Kamal Palash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button