দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করল দুর্গা মন্দির
বরিশাল মহানগরের দক্ষিনা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির এবার তাদের দুর্গোৎসবের একটা বড় অংশ টাকা বন্যার্তদের জন্য দান করেছে ইসলামি স্কলার আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে।
কিছুদিন আগেই ভারতের গোদি মিডিয়া বাংলাদেশে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ও গুজব চালিয়েছিলো কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমাদের সকলের আওয়াজ জারি রাখতে হবে। দিল্লি ডিমারকেশন থিওরি দিয়ে আমাদেরকে আলাদা করে রাখতে চায় কিন্তু তারা সফল হয়নি আর হবেও না। জাতীয় স্বার্থ রক্ষা ও জাতীয় সংকট নিরসনে আমরা এক ও অভিন্ন।
-হাসিব আল ইসলাম।
যেকোনো বিশ্বস্ত মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান! চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দির, বরিশাল সিটি কর্পোরেশন। এর এবারের দুর্গোৎসবের বাজেটের একটি অংশ বন্যার্ত মানুষের জন্য ব্যয় করা হলো ; প্রত্যেক দুর্গোৎসব আয়োজন কমিটির প্রতি অনুরোধ রইল – যে যেখানে পারেন, যে ফাউন্ডেশন বা বিশ্বস্ত ব্যক্তির কাছে পারেন, পুজোর বাজেটের একটি অংশ পৌঁছে দিন।
এটা মোটেও দান না, এটা বন্যার্ত মানুষের অধিকার।
অয়ন চক্রবর্তী,
সাধারণ সম্পাদক – স্বর্গীয় দক্ষিণা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গামন্দির, দিয়াপাড়া, ২৭ নং ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন।