ত্রিপুরা রাজ্য প্রশাসনকে তোপ তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালীপনা।
শুক্রবার ভিডিও বার্তায় পাঠানো এক বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের মানুষ। দেশের এই আকস্মিক বন্যা দেশের উদ্ভূত কোনো কারণে নয়। লাগাতার বৃষ্টি ও ঢলে সৃষ্টি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়। বন্যার অন্যতম প্রধান কারণ উজানের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালীপনা।
তিনি আরো বলেন, তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটিবারের জন্যও আগাম সতর্কতা দেয়নি। আকস্মিক বন্যায় দেশের পূর্বাঞ্চল ভাসিয়ে নিলেও তার জন্য পূর্ব প্রস্তুতির জন্য একটু হলেও আগাম সর্তকতা তারা দেয়নি।
দেশের সকল বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান। একে অপরের সমন্বয়ে মানুষের পাশে হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত এলাকায় খাদ্য পোশাক ও ওষুধ সহায়তা দিন, ব্যবস্থা করুন।
দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসি। আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব, ইনশাআল্লাহ।
উৎসঃ dailynayadiganta