বাংলাদেশ

‘ক্ষমতায় আসলে জোর করে কিছু চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী’

ক্ষমতায় আসলে জোর করে কারোর ওপর কিছু চাপিয়ে দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী- এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র শিবিরের ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী-সদস্যদের প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে এখন পজিটিভ ধারণা তৈরি হয়েছে। একসময় জামায়াতকে যারা ঘৃণা করতো তারাই আজ সমর্থন দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় গেলে মানুষের অধিকার নিশ্চিতে দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করবে জামায়াতে ইসলামী।

Post navigation

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button