বাংলাদেশ

রাজধানীর যে ১০ প্রতিষ্ঠান-স্থাপনার নাম বদলানোর সুপারিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’-এর নাম বদলিয়ে আগের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’ করতে চায়। এছাড়া করপোরেশন এটির আওতাধীন ১০টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটির পরিচালনা কমিটির চতুর্থ করপোরেশন সভায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে নামকরণ হওয়া এসব প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম বহাল বা সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

এর আওতায় ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’-এর নাম পরিবর্তন করে ‘ইনার রিং সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’-এর নাম পরিবর্তন করে ‘ঝাউচর প্রধান সড়ক’ করতে সুপারিশ করেছে দক্ষিণ সিটি।

এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি’-এর নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক’, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ (কলাবাগান) পুনর্নামকরণ করে ‘কলাবাগান শিশু পার্ক’, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ (যাত্রাবাড়ী) পরিবর্তন করে ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ করার সুপারিশ করা হয়।

‘মেয়র শেখ তাপস সেতু’-এর নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’-এর নাম পরিবর্তন করে ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ ও ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’-এর নাম পরিবর্তন করে ‘সরাফতগঞ্জ পার্ক’ করার সুপারিশ করা হয়।

এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’-এর নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার প্রস্তাব করা হয়।

পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

সভাটি নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post রাজধানীর যে ১০ প্রতিষ্ঠান-স্থাপনার নাম বদলানোর সুপারিশ appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.

সূত্র: dailycampuslive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button