বাংলাদেশ

বাঙ্গালি শাড়িতে চমকে দিলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : ভারতের বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জি, যিনি বলিউডের ফ্যাশন দুনিয়ায় একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন। তার ফ্যাশন হাউজ ২৫ বছর পূর্ণ করল সদ্যই। সে উপলক্ষে মুম্বাইতে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ উদযাপন, যেখানে বসে এক তারার মেলা।

এ সময় তারকাদের মাঝে উপস্থিত ছিলেন, আলিয়া ভাট, অনন্যা পান্ডে, অদিতি রাও হায়দারি, সোনম কাপুরসহ অনেক বলিউড তারকা। উৎসবের প্রধান থিম ছিল ‘অল ব্ল্যাক‘, যেখানে প্রত্যেকের পোশাকের মধ্যে ছিল অনন্য স্টাইলের ছোঁয়া।

এদিন অনন্যা পান্ডে পরেছিলেন সোনালি পলকা ডটের নকশা করা একটি কালো মিনি ড্রেস, যা একেবারে ৬০-৭০ দশকের গ্ল্যামার ঝলক এনে দিয়েছিল। আলিয়া ভাট বেছে নিয়েছিলেন একটি কালো শাড়ি, যা তিনি পরেছিলেন স্লিভলেস শিমারি ব্লাউজের সঙ্গে, চুলে পরিপাটি খোঁপা করে।

ইনস্টাগ্রামে সে ছবিগুলো ভাগ করে নেন আলিয়া ভাট। এমন অবতারে আলিয়াকে দেখে রীতিমতো চমকে যায় তার অনুরাগীরা।

এছাড়াও অদিতি রাও হায়দারি এদিনের জন্য পরেছিলেন একটি ক্লাসিক কালো আনারকলি, যা তার লুকে রাজকীয় ছাপ এনেছিল।

অন্যদিকে, সোনম কাপুর একটি কালো গাউন এবং শর্বরী ওয়াগ কালো শাড়িতে নজর কেড়েছিলেন। শোভিতা ধুলিপালার কালো এবং সোনালি গাউনও ছিল আলাদা করে প্রশংসাযোগ্য।

ভারতের রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। ফলে তার সৃজনশীলতার ছাপ প্রতিটি লুকেই স্পষ্ট ছিল। শো-এ আসা প্রত্যেক তারকা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু নেটমাধ্যমে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button