বাংলাদেশ

বিয়ে নিয়ে বিব্রত তমা মির্জা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। আসন্ন ঈদে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তিনি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন। এ জুটির প্রথম সিনেমা ছিল ‘সুড়ঙ্গ’; এটি ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দুবছর পর এ জুটি আবারও পর্দায় আসছে দ্বিতীয় সিনেমা নিয়ে। এরই মধ্যে ‘দাগি’র শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন তমা। সিনেমাটি নিয়ে আশাবাদী নায়িকা এখনো দাগির চরিত্রের ঘোরে সুখকর মুহূর্ত পার করছেন।

কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে যে চর্চা হচ্ছে, তাতে খুব বিব্রত এ অভিনেত্রী। নির্মাতা রায়হান রাফির সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ আগে থেকেই মিডিয়াপাড়ায় চাউর রয়েছে। এ নিয়ে অবশ্য দুজনই তাদের অবস্থান জানিয়েছেন।

তাদের দাবি, দুজনে কেবলই ভালো বন্ধু। কিন্তু সম্প্রতি নির্মাতা রাফির জন্মদিনের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ছবিটি যেন এ গুঞ্জনকে ফের সত্য প্রমাণ করতে চলেছে। যেখানে দেখা যায় রাফির এক পাশে তার মা ও অন্য পাশে তমা। একই ছবি তমা-রাফি দুজনই শেয়ার করেছেন। আর তাতেই নেটিজেনরা ধারণা করছেন, গোপনে বিয়েও সেরে ফেলেছেন তারা।

তবে বিষয়টি একেবারেই এ রকম কিছু নয়, এমনটাই দাবি করছেন তমা মির্জা। বরং তিনি তাতে আরও বিরক্ত হয়েছেন। অভিনেত্রী জানান, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তমা বলেন, ‘বিয়ের বিষয়টি একেবারেই মিথ্যা। কিছু ইউটিউব চ্যানেল থেকে ভিউ বাণিজ্যের জন্য রসালো শিরোনাম দিয়ে ছড়ানো হচ্ছে এমন কথা। যেহেতু আমরা (রাফি) দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্তের দিকে যাবে। এটাই হওয়ার কথা। কিন্তু রাফির সঙ্গে বন্ধুত্বের বাইরে আমার আর কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘আমি যেহেতু মিডিয়ার একজন পরিচিত মুখ। আমার বিশাল একটি ফ্রেন্ড সার্কেল আছে। তাই বিয়ের মতো কাজটি অন্তত লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফিও একজন জনপ্রিয় ও পরীক্ষিত পরিচালক, সেও চাইলেই লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! বিভিন্ন ধরনের গুঞ্জন হয়, আমি তাতে সচরাচর কোনো মন্তব্য করি না। আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে কাজ করলে আলোচনা-সমালোচনা হবেই। তাই বলে বিয়ের গুঞ্জন!’

এ রকম তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তমা বলেন, ‘একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তাই করছি। এর বাইরে আমি কিছু নিয়ে চিন্তা করছি না।’ এদিকে তমা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনটি কাজ। সিনেমা ‘দাগি’, ওয়েব ফিল্ম ‘আমলনামা’ ও ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’।

ব্ল্যাকমেইলের শিকার হয়ে স্বর্ণ পাচার করতেন অভিনেত্রী রান্যা রাও

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button