বাংলাদেশ

রাত পোহালেই জাফলংয়ের বালুতে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

সুয়েব রানা, সিলেট : ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪”।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারদের অংশগ্রহণে আগামী ১৯ থেকে ২১শে ডিসেম্বর তিন দিনব্যাপী জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টটি উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট ও সংগীত সন্ধ্যা।

পর্যটন মেলায় থাকছে স্থানীয় উদ্যোগতাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয়, স্থানীয় হস্তশিল্প/কুটির শিল্প প্রদর্শনী ও বিক্রয় এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীর খাদ্য প্রদর্শনী ও বিক্রয়।

সিলেট ফটোফেস্ট এ থাকছে সিলেট পর্যটন বিষয়ক ছবি প্রদর্শনী ও বিক্রয়। পাশাপাশি সংগীত সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের সংগীত পরিবেশনায় মনজ্ঞ সংগীতা অনুষ্ঠান।

দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না : দুদক

বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট ও সংগীত সন্ধ্যা। জাফলং পিয়াইন ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে তিন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা বেষ্টনীসহ খেলার স্থানটিতে থাকবে বর্নিল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন কালারের ফ্লাগ।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button