বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

লক্ষ্মীপুরে ‘আল মদিনা’ নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার আনুমানিক ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা আহত হয়েছেন আরও ২ জন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে আবুল কালাম এবং রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রুবেল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও ৩ জন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রঙের কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এ সময় রং মিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন বাসের সঙ্গে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনি মারা যান।
শীতের রাত হওয়ায় ফিলিং স্টেশনে গাড়ির চাপ ছিল না। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে জানিয়েছে স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
The post বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২ appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.
সূত্র: dailycampuslive