মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘ*র্ষ, গু*লিবিদ্ধ ১…
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে সাজ্জেন ওরফে রহমত নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত কিশোর রহমতের বাবা শমসের আলী জানান, বিকেলে ক্যাম্পের ভেতরে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ নামে দুটি সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলছিল। ঐ সময় সাজ্জেন খাবার পানি নিয়ে আসতে বাসা থেকে পানির পাম্পে যায়। পানি নিয়ে ফেরার সময় ৮ নম্বর সেক্টরে সে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢামেকে নেয়া হয়।
তিনি আরো জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে জেনেভা ক্যাম্পের ভেতরে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে মারামারি ও সংঘর্ষ চলছে।
ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ কিশোরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।