বাংলাদেশ

যে কারণে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

বিএনপির অফিস ভাঙচুর, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) মুক্তাগাছা পৌর শহরের থানা গেট এলাকা থেকে ইসরাত জাহান তনুকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরের সত‍্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, নানা বিষয়ে বিতর্কিত ছিলেন যুব মহিলা লীগের নেত্রী ইসরাত জাহান তনু। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সূত্র জানায়, বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী তনুর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এছাড়াও তনুর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড, একাধিক বিয়ে, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে।

এদিকে বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানের পর আত্মগোপনে চলে যান তনু। এরপর প্রকাশ‍্য এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button