বাংলাদেশ

আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ

জুমবাংলা ডেস্ক : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড একত্রিত হয়ে গ্রাহকদের অত্যাধুনিক বীমা সেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক যাত্রা হিসেবে উক্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে , যার মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে,যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সকল চাহিদা পূরণে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।

উভয় প্রতিষ্ঠানের মতে, এই উদ্যোগ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গ্রাহকদের জন্যে সহজ এবং নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। এই অংশীদারিত্ব বীমা খাতের প্রসার এবং গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button