বাংলাদেশ

ভাঙা হলো শেখ মুজিবের ‘ভাস্কর্য’

ভাঙা হলো শেখ মুজিবের ‘ভাস্কর্য’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনিসুল ইসলাম সানির নির্দেশে ভাস্কর্যটি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক কথা বলতে রাজি হননি।

এর আগে, গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসে’র গণসমাবেশে আনিসুল ইসলাম সানি সাত দিনের মধ্যে ভাস্কর্যটি অপসারণ করতে বলেন।

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, “সারা দেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জেরও বিভিন্ন জায়গা থেকে তার ভাস্কর্য অপসারণ করা হয়েছে। তবে, জেলা প্রশাসক কার্যালয় কৌশলে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঢেকে রেখেছিল। গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি এই ভাস্কর্য অপসারণের জন্য সাত দিনের সময় দিয়েছিলাম। আজকে সকালে আমাদের ছেলেরা গিয়ে ভাস্কর্য ভেঙে দিয়েছে।”

তিনি আরো বলেন, “এর আগেও আমরা জেলা প্রশাসকের সঙ্গে ১ ঘণ্টা ১০ মিনিট কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন বিষয়টি দেখবেন বলে। প্রায় ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে, তারা ভাস্কর্যটি অপসরণ করেননি। আল্টিমেটাম অনুযায়ী আমাদের ছেলেদের চাপ ছিল। আজকে ভাস্কর্য ভাঙে দেওয়ার পাশাপশি শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি ছিলো সেটাকেও কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমরা সেটি ভাঙিনি কারণ সেখানে মুক্তিযুদ্ধের অনেক শহিদের নাম ছিলো।”

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button