বিকাশের বড় অফার

জুমবাংলা ডেস্ক : রমজান উপলক্ষে বিকাশ নিয়ে এসেছে দারুণ অফার! নির্দিষ্ট সুপারস্টোর থেকে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপন কোড ‘R2’ ব্যবহার করলেই পাবেন ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট!
অফারের সময়সীমা ২০ ফেব্রুয়ারি – ১ এপ্রিল ২০২৫
অফারের বিস্তারিত ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপন কোড ‘R2’ যোগ করলেই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। প্রতিদিন ৫০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩ বার ডিসকাউন্ট পাওয়া যাবে। বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে কুপন কোড যোগ করতে হবে। নতুন কুপন ব্যবহার করতে হলে আগেরটি ব্যবহার করতে হবে। অংশগ্রহণকারী সুপারস্টোর iPhone SE 4 লঞ্চ! সেরা ডিজাইন ও ফিচার, জেনে নিন সম্ভাব্য দাম
আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, প্রিন্স বাজার, দ্য বাস্কেট, টাটকা অর্গানিক মার্টসহ আরও অনেক জনপ্রিয় সুপারশপে পাওয়া যাবে এই অফারটি!
সোর্স: জুম বাংলা