বাংলাদেশ

বিচারপতি দিয়ে পাল্টা বিপ্লব করতে যাচ্ছে আ’লীগ!

ডেস্ক রিপোর্ট: ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান
ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আজ এক ফেসবুক পোস্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রধান বিচারপতি ফ্যাসিবাদের মদদপুষ্ট এবং নানা অপকর্মে জড়িত।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন যে, প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডেকেছেন। তিনি একে পরাজিত শক্তির ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এ ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

আইনজীবীরা ইতিমধ্যেই প্রধান বিচারপতির এই পদক্ষেপের প্রতিবাদে জড়ো হয়েছেন বলেও তিনি জানান।
আসিফ মাহমুদ বলেন, “আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।”

তিনি প্রধান বিচারপতিকে অনতিবিলম্বে বিনা শর্তে পদত্যাগ করার এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করার আহ্বান জানান।

এই ঘটনার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার বিষয় নতুন সরকার এটা কীভাবে মোকাবিলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button