বাংলাদেশ

জানা গেল কখন বৈঠকে বসছে ঢাকা-দিল্লি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর ঢাকা সফর করবেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। শেখ হাসিনার পদত্যাগের পর দুই দেশের মধ্যে এটিই হবে সর্বোচ্চ পর্যায়ের প্রথম কূটনৈতিক যোগাযোগ।

সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সফরটি হচ্ছে।

নয়াদিল্লিতে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মিশ্রি ঢাকায় তার বাংলাদেশি প্রতিপক্ষের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে কোনো নির্দিষ্ট বিষয় তিনি উল্লেখ করেননি।

ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া এবং শুনানি স্থগিতের বিষয়ে জয়সওয়াল জানান, দাসের ন্যায্য বিচার নিশ্চিত করা হবে।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকে এই সফরের সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার পদত্যাগ ও ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জয়শঙ্কর-হোসেনের এটিই ছিল প্রথম বৈঠক।

সোমবার আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হিন্দু ধর্মীয় সংগঠনের বিক্ষোভকারীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারকে তলব করে।

গত নভেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button