বাংলাদেশ

ইসকনের গরুর খামারে হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

জুমবাংলা ডেস্ক : সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ইস্যুতে আইনজীবী ‍খুনের ঘটনায় ইসকনের গরুর খামারে বাংলাদেশি কয়েকজন যুবক হামলা করেছে- দাবি করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের পাঞ্জাবের বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। আজ রবিবার বাংলাদেশের তথ্য যাচাইকারী এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণের দৃশ্য দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত পোস্টের কিছু নমুনা প্রতিবেদনে সংযোজন করেছে রিউমর স্ক্যানার। এ ছাড়া ইন্টারনেটে ছড়ানো ভিডিও, ভিডিওটির দৃশ্য নিয়ে করা দাবির সত্য-মিথ্যা যাচাই (ফ্যাক্টচেক) করেছে রিউমর স্ক্যানার টিম।

অনুসন্ধানের ভিত্তিতে রিউমর স্ক্যানার জানিয়েছে, গরুর ওপর হামলার দৃশ্যটি বাংলাদেশের নয়, সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর শহরের জমশেদ ডেইরির। হামলার ঘটনাটি পুরোনো।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ‘ভিনয় কাপুর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, জলন্ধর জমশেদ ডেইরিতে কিছু লোক গরুটিকে বাজেভাবে হত্যা করে। ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো হয়। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, যাতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ফ্যাক্টচেকের ভিত্তিতে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাবে গরুর ওপর যুবকদের হামলার দৃশ্যকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

নারী হজ যাত্রীদের জন্য ৯ নির্দেশনা দিল সৌদি আরব

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button