বাংলাদেশ

স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানেরর মান্নাত এ আসছে বিরাট বদল। এ বদল স্ত্রী গৌরীর ইচ্ছে পূরণেই করা হচ্ছে। ২০০১ সালে মুম্বাইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত এলাকায় নিজেদের বাড়ি কিনেছিলেন শাহরুখ-গৌরী। এর নাম রেখেছিলেন মান্নাত। তারপর যত্নে ভালোবাসায় ধীরে ধীরে মনের মতো করে গৌরী সাজিয়েছেন তাদের মান্নাতকে। নানা দামি দ্রব্যে ঠাসা শাহরুখ-গৌরীর এই বাড়ি, পেয়েছে হেরিটেজের তকমাও।

এবার সেই বাড়ি নিয়ে নতুন পরিকল্পনা শাহরুখ-পত্নীর। তবে এই রদবদলের জন্য প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। সেই মতো কয়েকমাস আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন তিনি। অবশেষে মিলল ছাড়পত্র। তারা জানিয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি (পরিবেশ) প্রবীণ দারাদের নেতৃত্বাধীন কমিটি ১১ ডিসেম্বর গৌরী খানের আবেদন নিয়ে আলোচনা করেছেন।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ৯ নভেম্বর মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির (এমসিজেডএমএ) কাছে নিজেদের বাড়িতে আরও দুটি ফ্লোর যেন যোগ করতে পারেন, তার জন্য আবেদন জানিয়ে ছিলেন। কিন্তু এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে এই দুটি ফ্লোর তৈরি করতে কত টাকা খরচ হবে? এটি তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।

২৭ হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি মন্নতে রয়েছে ছয়টি ফ্লোর। গৌরী খানের আবেদন অনুসারে, খান পরিবার মন্নতে সপ্তম এবং অষ্টম তলা যোগ করতে চায়। জানলে অবাক হবেন মন্নত-এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভেতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু রয়েছে। তাছাড়াও শাহরুখ পরবর্তীকালে গৌরী জন্য একটি সিনেমা হলও তৈরি করিয়েছিলেন। এই হলে ৪২ জন দর্শক একসঙ্গে বসে ছবি দেখতে পারবেন। এই প্রেক্ষাগৃহের মূল দরজাতে সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে।

হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না

ছবিগুলি কী কী জানেন? এগুলি হলো ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজম’। এ ছাড়াও তাদের মান্নাতে রয়েছে একাধিক বেডরুম, বাগান। তাছাড়াও আছে ব্যক্তিগত কোয়ার্টার। আর এবার এই মান্নাতের সঙ্গে জুড়তে চলেছে আরও দু’টি তলা। এবার এই ছ’তলা মান্নাত হয়ে উঠবে আট তলা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button