বাংলাদেশ

হাত ফসকে আইফোন পড়ে গেল দানবাক্সে, ফেরত দিলো না কর্তৃপক্ষ

হাত ফসকে আইফোন পড়ে গেল দানবাক্সে, ফেরত দিলো না কর্তৃপক্ষ

হাত ফসকে মন্দিরের দানবাক্সে পড়ে গিয়েছিল আইফোন। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান দীনেশ নামে ওই ব্যক্তি। কিন্তু কর্তৃপক্ষ আইফোনটি দেবোত্তর সম্পত্তি বলে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এমন ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির কাকতি-মিনতিতেও কাজ হয়নি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তামিলনাড়ুর এক মন্দিরের এই ঘটনায় হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এতে বলা হয়, মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি। দিতে গিয়েছিলেন প্রণামি। সে সময় অসাবধানতায় ওই ব্যক্তির আইফোন পড়ে যায় দানবাক্সে। স্বভাবতই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত চান ওই ব্যক্তি। কিন্তু তখন ওই ব্যক্তিকে বলা হয়, প্রণামি বাক্সে যখন ফোন পড়ে গেছে, তখন তা মন্দিরেরই সম্পত্তি।

জানা গেছে, গত মাসে দীনেশ তার পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামি দিতে গিয়েই ঘটে এই বিপত্তি। তখন তাকে জানানো হয়, এই বাক্স দুই মাসে একবার খোলা হয়। এখন আর কোনোভাবেই এটা খোলা যাবে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যান দীনেশ। অপেক্ষা করেন বাক্সটি খোলার।

পরবর্তীতে বাক্স খোলার দিন মন্দিরে যান দীনেশ। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করে জানান, মোবাইল এখন ভগবানের হয়ে গেছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। এ নিয়ে তর্কও হয়। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মন্দির কর্তৃপক্ষ।

দীনেশ ফের অনুরোধ করায় তারা জানায়, গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে মন্দিরের নির্বাহী অফিসার বলেন, তার আইফোনটি দানবাক্সের মধ্যে পড়েছে আমরা নিশ্চিত নই। কারণ দানবাক্সটি লোহার বেড়া দিয়ে ঘেরাও করা।

সূত্র : ইন্ডিয়া টুডে

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button