প্রবাসমালয়েশিয়া

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ বিদেশি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে অপস কুটিপের মাধ্যমে ১৭ অবৈধ অভিবাসীদের (পাটি) গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টর পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ বিদেশিকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

সাউপি বলেন,অভিযানের আগে, এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে। এমন বিদেশিদের বিষয়ে স্থানীয় নাগরিকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ করেন যে একদল পুরুষ (বিদেশি) বুকিত বিনতাংএ অবৈধভাবে পার্কিং ‘শুঁয়োপোকা’ হিসেবে কাজ করছে।

ওয়ান মোহাম্মদ সাউপি বলেছেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্রধরে ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতারদের কোনও নিয়োগকর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সাথে কোন গোষ্টি জড়িত আছেকিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button