বাংলাদেশ

ঢাকায় ঘন কুয়াশা, তীব্র শীত থাকবে কয়দিন?

জুমবাংলা ডেস্ক : জানুয়ারির শুরুতেই ঢাকায় তীব্র শীত ও ঘন কুয়াশা দেখা দিয়েছে। কুয়াশায় ঢাকা সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বছরের শুরুর দিন থেকে সূর্যের দেখা নেই বললেই চলে। আর তাতে বেড়েছে শীত। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় রাতে শীতের অনুভূতি তীব্র হচ্ছে।

ঢাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা বুধবারের চেয়ে কমে গেছে।

সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদেরা বলেন “অ্যাডভেকশন ফগ” বা পরিচালন কুয়াশা। পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের সকালের হিমেল হাওয়া কতটা স্বাস্থ্যকর?

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button