বাংলাদেশ

এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে অংশ নিন, যেভাবে নিবন্ধন

এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ পর্বের কোয়ালিফায়ার্স আয়োজিত হবে ৬ জানুয়ারি, সোমবার। রাজধানীর সাত মসজিদ রোডে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চলবে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে অংশ নিতে ৫০০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে।

অনূর্ধ্ব ১৮ বছর, মানে ২০০৭ সালের ১ জানুয়ারির পরে যাঁদের জন্ম, তাঁদের যে কেউ  এতে অংশ নিতে পারবে। অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৮—মোট চারটি বিভাগে অংশ নেবে প্রতিযোগীরা। অংশগ্রহণকারীদের সুডোকু মেলানোর দক্ষতা, গতি ও নির্ভুলতা বিচার করে বাংলাদেশ দল গঠন করা হবে।

বাংলাদেশ পর্বের কোয়ালিফায়ার্স

Asian Sudoku Championship 2025 – Bangladesh Qualifiers | Festive.Rocks

এই বাংলাদেশ দল এরপর ওয়ার্ল্ড পাজল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ১৮-২০ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে বসবে এই আসর।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button