বাংলাদেশ

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’

জুমবাংলা ডেস্ক : দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে; আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানসহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর আগে দুদকে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

এ ছাড়াও আজ ১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আবার প্রায় ২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

টেন্ডারবাজি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক বলেও জানান মহাপরিচালক আক্তার হোসেন।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button