বাংলাদেশ

মক্কা-মদিনায় রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত সৌদি আরব। আর সেই বৃষ্টিই কাল হলো সৌদির জন্য।ভারী বৃষ্টিপাতের দরুন আকস্মিক বন্যার মুখে পড়েছে দেশটি।বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, জেদ্দা শহর এবং এর আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বদর প্রদেশের আল-শাফিয়ায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

OnePlus 13 ও OnePlus Buds Pro 3 Sapphire Blue: দাম, সেল ও অফার জেনে নিন

অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায়, যেখানে ৩৬.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এ ছাড়া কুবা মসজিদের কাছে ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button