বাংলাদেশ

ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে রুবেলের পিএইচডি ডিগ্রি অর্জন

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করে ভারতের পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল।

তার গবেষণা সুপারভাইজার ছিলেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গগনদীপ কৌর এবং অধ্যাপক ড. রূপালী অরোরা।

জামালপুর জেলার সদর উপজেলার সুলতান নগর গ্রামের মোঃ মকছেদ আলী ও রহিমা বেগমের বড় সন্তান রুবেল ২০০০ সালে এসএসসি এবং ২০০২ সালে সফলতার সাথে এইচএসসি পাসের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনেও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

কর্মজীবনে রুবেল বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে সাপ্লাই চেইন বিভাগে চাকরি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপে সিনিয়র সাপ্লাই চেইন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ১৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ৬টি আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button