বাংলাদেশ

পিরোজপুরে গণ-অভ্যুত্থানে আহত যুবককে ‘জুলাই ২৪’ নামে জমি-মালামালসহ দোকান উপহার

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানীতে গণ-অভ্যুত্থানে আহত এক যুবককে ‘জুলাই ২৪’ নামে জমি ও মালামালসহ একটি দোকানঘর উপহার দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান উপস্থিত থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুস সালামের পুত্র সানাউল্লাহকে (২০) দোকানঘর হস্তান্তর করেন।

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চাড়াখালী আশ্রয়ণ প্রকল্পের সামনের সড়কের পাশে সানাউল্লাহর নামে একখণ্ড জমিদান এবং সেই জমিতে মালামালসহ দোকানঘর নির্মাণ করে দেওয়া হয়।

সানাউল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বরগুনায় বছর শুরুর দেড় মাসেও বই পায়নি মাধ্যমিক শিক্ষার্থীরা

দুই দফা তার হাতে অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনো ভালো হয়নি। অনুষ্ঠানে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মাদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্যসচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, পিআইও মিলন তালুকদার, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button