বাংলাদেশ

‘ঐক্যবদ্ধহীন দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সঙ্গে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে না’

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর সমাবেশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমরা এদেশে কোন মেজরিটি মাইনরিটি মানি না। যে দেশের জনগণ ঐঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সঙ্গে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে না।

তিনি আরও জানান, ২০২২ সাল থেকে পঞ্চগড়ের সাথে তার সম্পর্ক ভিন্ন। এর আগে তার কাছে, দেশের অন্যান জেলার মতো ছিল পঞ্চগড়। ২০২২ এর নৌকা ডুবিতে যখন তিনি পঞ্চগড়ে আসেন, তখন তিনি চেষ্টা করেছিলেন তখন, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কাছে যাওয়ার কিন্তু একটি ছোট শিশুকে কোলে নেওয়ার সুযোগ হয়েছিল।

Morning Exercise Routine: Simple Steps to Stay Fit

তাকে সেখানে উপস্থিত করে তিনি বলেন, তার নাম দিপু, সে ঐ দূর্ঘটনায় বাবা- মা দুইজনকেই হারিয়েছে। সেই সাথে তিনি ঘোষনা দেন, দিপু যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, তার লেখাপড়া চলবে, আমরা এই পরিবারের সাথে প্রতিমাসের ১ তারিখে হাজির হব ইনশাআল্লাহ!

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button