বাংলাদেশ

দীর্ঘক্ষন ফোন চার্জে দিয়ে রাখা কি ঠিক?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারের সাথে সাথে স্মার্টফোনের ব্যাটারি দুর্বল হতে থাকে। তবে, এটি যেন খুব দ্রুত না হয় সেজন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ফোন চার্জে দেওয়ার সময় ও পদ্ধতি।

ফোনের মডেল, নির্মাণকাল ছাড়াও আপনি কোন ধরনের ব্যবহারকারী, তাপমাত্রা, চার্জে দেওয়ার সময় ও পদ্ধতি ইত্যাদির ওপর ফোনের ব্যাটারির আয়ু নির্ভর করে।

আমাদের ফোনের লিথিয়াম ব্যাটারিগুলো সময়ের সাথে সাথে কম চার্জ ধারণ করে। সে কারণে পুরোনো ফোনে ব্যাটারি ব্যাকআপ কম থাকে। অ্যাপলের ভাষ্যমতে, আইফোনে দীর্ঘক্ষন চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে। অ্যান্ড্রয়েড ফোন তেরি করে স্যামসাং, তারাও এ বিষয়ে একই কথা বলে।

আপনার ফোনের ব্যাটারি টেকসই রাখতে ফোনের চার্জ সবসময় মাঝারি অর্থাৎ ৩০-৭০% রাখুন। ফোনে সময়মতো চার্জ করুন, তবে শতভাগ নয়। ফুল চার্জ হলে ফোন নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দিবে। তবে ফোন রানিং থাকার জন্যও কিছু চার্জ ক্ষয় হয়। ফলে, সারারাত ফোন চার্জে রাখলে ১০০% থেকে ৯৯% হলেই ফোন আবার চার্জ নেওয়া শুরু করে। এতে সারারাতে ফোনটি দফায় দফায় চার্জ হতে থাকে, যা ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর।

জেনে নিন হাড় ক্ষয় কেন হয় এবং প্রতিরোধে কি করনীয়

তাই সারারাত বা দীর্ঘক্ষণ ফোন চার্জে না রেখে পর্যাপ্ত চার্জ হয়ে গেলে চার্জ বন্ধ করে দিন। আর ফোন চার্জারটিও বৈদ্যুতিক লাইন থেকে সরিয়ে ফেলুন। এতে করে আপনার ফোন ও চার্জার উভয়ই দীর্ঘদিন সচল থাকবে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button