ইয়াবা ও গাঁজাসহ যুবদলের ২ কর্মী গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে লালমাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহাদীর নেতৃত্বে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৯ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আটিটি গ্রামের মানিক খন্দকারের ছেলে হিরণ খন্দকার (৩৯) ও আবুল হাসেমের ছেলে মো. শহীদুল্লাহ রাসেল (৪০)। তারা স্থানীয়ভাবে যুবদলের কর্মী হিসেবে পরিচিত। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যৌথবাহিনী।
পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের (আটিটি) সদস্য ও যুবদল নেতা খন্দকার ফরিদ আহমেদ বলেন, যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার দুজনই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাদেরকে গ্রেপ্তারের সময় আমি ঘটনাস্থলেই ছিলাম।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানিনা। যৌথবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ওই দুইজনকে শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।
সোর্স: জুম বাংলা