বাংলাদেশ

ধর্ষণে সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার : আসিফ মাহমুদ

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।

শনিবার নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‌‘একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না।’

পবিত্র কোরআনে রোজা ভঙ্গের কারণ

অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, দেয়া পুরস্কার ও সম্মাননাও। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button