ঈদে বড় পর্দায় মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’

বিনোদন ডেস্ক : গত বছর ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ছিল শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। কাজ গুছিয়ে আনতে না পারায় সে সময় মুক্তি পায়নি সরকারি অনুদানে নির্মিত ছবিটি। এবার জানা গেল, রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।
নির্মাতা জীবন বলেন, ‘শুরু থেকেই পরিকল্পনা ছিল বড় উৎসবে মুক্তি দেব।
তাই রোজার ঈদ বেছে নিয়েছি আমরা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব আমরা। ঈদের আগেই টিজার, ট্রেলার, গান প্রকাশসহ আরো অনেক পরিকল্পনা আছে আমাদের।’
রোজার ঈদে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি পাচ্ছে, এ ছাড়া সিয়াম আহমেদের ‘জংলি’ এবং আফরান নিশোর ‘দাগি’ আসছে।
অন্য সিনেমার ভিড়ে এই সিনেমাটি নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্মাতা জীবন। তিনি বলেন, ‘প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, সিনেমা দর্শকের জন্য। গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প।
রুনা খানের বাবা আর নেই
দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।’
‘চক্কর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
সোর্স: জুম বাংলা