বাংলাদেশ

মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মী খুন, সম্রাটকে গণপিটুনি

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ সময় স্থানীয় জনতা সম্রাট নামে এক দুর্বৃত্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রোববার (৯ মার্চ) রাত ১০টায় শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সে ফতুল্লার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আজিজু্ল ইসলাম রাজিব জানান, রাতে দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেতা-কর্মীদের নিয়ে একটি মিছিল করেন। মিছিলে অপূর্বও ছিলো। মিছিল শেষে যাওয়ার পথে একটি চায়ের দোকানের সামনে সম্রাট নামে এক ব্যক্তি ঝগড়া করছিল। বিষয়টি দেখে অপূর্ব থামাতে গেলে দুর্বৃত্ত সম্রাটের সঙ্গে অপূর্ব কথা কাটাকাটির এক পর্যায়ে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সম্রাটকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

বনানীতে গাড়ির ধাক্কায় ২ পোশাককর্মী নিহত, সড়ক অবরোধ করে সহকর্মীদের বিক্ষোভ

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button