Xiaomi 16 Pro: নতুন ডিজাইনে চমক, ফ্ল্যাট স্ক্রিনে আসছে ফ্ল্যাগশিপ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন আসতে চলেছে। জনপ্রিয় টেক ব্লগার Digital Chat Station এর তথ্য অনুযায়ী, অক্টোবরে বেশিরভাগ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনে চলে যাবে। এতে মাইক্রো-কাভড ডিসপ্লে প্রযুক্তির যুগের অবসান ঘটতে পারে।
ফ্ল্যাট ডিসপ্লেতে Xiaomi 16 Pro, থাকছে নতুন LIPO প্রযুক্তিXiaomi 16 সিরিজের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত, Xiaomi-এর স্ট্যান্ডার্ড মডেলগুলো ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে আসে, যেখানে Pro ও Ultra মডেলে কার্ভড প্যানেল ব্যবহৃত হয়। তবে নতুন লিক অনুযায়ী, Xiaomi 16 এবং Xiaomi 16 Pro দুটোতেই ফ্ল্যাট স্ক্রিন থাকবে, যেখানে বড় R-কর্নার ডিজাইন দেওয়া হবে।
এছাড়াও, Xiaomi 16 Pro-তে LIPO প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি একটি উন্নত স্ক্রিন প্যাকেজিং টেকনোলজি, যা ডিসপ্লের ড্রাইভার চিপের অবস্থান অপটিমাইজ করে বেজেল কমিয়ে দেয়। প্রচলিত COG ও COF প্যাকেজিংয়ের তুলনায় LIPO আরও উন্নত স্ক্রিন-টু-বডি রেশিও নিশ্চিত করবে।
নতুন 3D-প্রিন্টেড মেটাল ফ্রেম ও কাস্টমাইজেবল বাটনডিজাইন পরিবর্তনের পাশাপাশি Xiaomi 16 Pro-তে 3D-প্রিন্টেড মেটাল মিডল ফ্রেম ব্যবহার করা হবে। এটি শক্তিশালী গঠন বজায় রেখে ওজন কমাতে সহায়তা করবে।
আরও একটি আকর্ষণীয় সংযোজন হতে পারে কাস্টমাইজেবল ফিজিক্যাল বাটন। এটি ব্যবহার করে AI অ্যাসিস্ট্যান্ট চালু করা, গেমিং কন্ট্রোল বা ক্যামেরা শর্টকাট সেট করা যাবে। তবে, এই বাটন ব্যবহার করলে ব্যাটারি 100mAh কমে যাবে। যদিও Xiaomi 16 সিরিজে 7,000mAh ব্যাটারি থাকতে পারে, তাই এই ছোট পরিবর্তন ব্যাটারি ব্যাকআপে তেমন প্রভাব ফেলবে না।
Snapdragon 8 Elite 2 ও Leica ক্যামেরা নিয়ে আসছে Xiaomi 16 Proপারফরম্যান্সের দিক থেকেও Xiaomi 16 Pro থাকছে স্ন্যাপড্রাগন 8 Elite 2 প্রসেসর ও Leica ইঞ্জিনিয়ারড ট্রিপল-ক্যামেরা সিস্টেম নিয়ে। Xiaomi 16 সিরিজের লঞ্চ অক্টোবরে হতে পারে, যেখানে এটি Apple iPhone 17 সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে প্রবেশ করবে।
Vivo V50e : কমমূল্যে বাজার কাঁপাতে আসছে, লিক হল দাম এবং স্পেসিফিকেশন!
ফ্ল্যাট ডিসপ্লে, উন্নত LIPO প্রযুক্তি, শক্তিশালী হার্ডওয়্যার ও নতুন ডিজাইন—এসব নিয়ে Xiaomi 16 সিরিজ স্মার্টফোন বাজারে নতুন মাইলফলক তৈরি করতে চলেছে। এখন দেখার বিষয়, Xiaomi এই পরিবর্তনগুলোর মাধ্যমে Apple ও অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কেমন প্রতিযোগিতা করে।
সোর্স: জুম বাংলা