এবার ঈদে মিলবে না নতুন নোট

জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলো নতুন টাকা বাজারে ছাড়বে না। কিছুদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদে নতুন নোট বাজারে ছাড়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক আপাতত এমন সিদ্ধান্তই নিয়েছে। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়ে দেয়া হয়েছে।
যদিও এর আগে বলা হয়েছিল, ১৯ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। তবে, এখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে— ঈদের পর এপ্রিল-মে মাসে ছাপানো নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। ইতোমধ্যে নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে।
জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় স্থগিত করা সংক্রান্ত একটি চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আপনাদের ব্যাংক শাখায় যেসব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে—তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আপনাদের পরামর্শ প্রদান করা হলো।’
সোর্স: জুম বাংলা