বাংলাদেশ

গরম শুরুতেই এসি চালানোর আগে কী করবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীত পার হয়ে এসেছে বসন্ত। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। গীষ্মকাল আসতে খুব দেরি নেই। শীতকালের পুরোটা সময় বন্ধ ছিল বাসা-বাড়ির এসি। দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ এসি চালালে ঘটতে পারে দুর্ঘটনা। তাই বন্ধ এসি নতুন করে চালানোর আগে সার্ভিসিং করা জরুরি।

শীতকালে দীর্ঘ দিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসি। থাকবে না কোনও দুর্ঘটনা ঘটার ভয়ও। কোন কোন নিয়ম মানতে হবে শীতের পর এসি চালানোর সময়, চলুন জেনে নেওয়া যাক।

অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।

যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে।

এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিন করে নিন।

বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।

শীতের পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button